• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যানবাহনে অভিনব কায়দায় মাদক পাচার

হরিণা ফেরিঘাটে টিসিবির পেঁয়াজভর্তি ট্রাক থেকে ইয়াবা উদ্ধার আটক ২

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০২০, ১২:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসে দিন দিন যানবাহনের সংখ্যা বাড়ছে। এ সুযোগে চট্টগ্রাম থেকে পণ্যবাহী বিভিন্ন যানবাহনে অভিনব কায়দায় মাদকের চালানও পাচার হচ্ছে। চট্টগ্রাম থেকে আসা মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানে গোপনে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক পাচার করছে একটি চক্র। তেমনি ইয়াবার একটি চালান গোয়েন্দা পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে হরিণা ফেরিঘাটে ধরা পড়ে।

ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে খবর পেয়ে হরিণা ফেরিঘাটে অভিযান চালায়। তারা টিসিবির পেঁয়াজভর্তি একটি ট্রাক (যশোর ট ১১-১৮২১) থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। এ সময় চালকসহ দুজনকে গ্রেফতার করা হয়। ট্রাকটি চট্টগ্রাম বন্দর থেকে আগের দিন সন্ধ্যায় সরকারিভাবে পেঁয়াজ লোড করে ঝিনাইদহ টিসিবি কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। আসার পথে অভিনব কায়দায় ইয়াবার একটি প্যাকেট চালকের কেবিন কক্ষে বহন করে নিয়ে আসে।

অভিযানে থাকা পুলিশ অফিসারগণ ঢাকায় চলে যাওয়ায় মোট কত পিচ ইয়াবা উদ্ধার করা হয় তা জানা যায়নি। হরিণা নৌ পুলিশ ফাঁড়িতে গিয়ে এ তথ্য জানা যায়।

সর্বাধিক পঠিত