• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর শহরে যুবককে অপহরণের ঘটনায় আটক ১

প্রকাশ:  ২৪ জুন ২০২০, ০৯:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের আদর্শ মুসলিমপাড়াস্থ সালেহ আহম্মদ ওরফে ভ্যারাইটিজ রাসেলের বাসা থেকে অপহৃত জহির মোল্লা (২৫) নামের একজনকে উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় এসআই (উপ-পরির্দশক) মনির হোসেন ও সঙ্গীয় সদস্যরা অপহরণকারীর সহযোগী জিহান (১৯) নামের একজনকে আটক করেছে।


এ ঘটনার শিকার জহির মোল্লা (পিতা মৃত হাফেজ মোল্লা, বাগাদী, নিজ গাছতলা মোল্লা বাড়ি, চাঁদপুর) বাদী হয়ে থানায় মামলা করেছেন। যার নং ২৯,২৩/৬/২০২০। চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মোরশেদ আলম সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যায় বাগাদী চৌরাস্তা থেকে জহির মোল্লাকে মোটরসাইকেল নিয়ে এসে চাঁদপুর শহরের আদর্শ মুসলিমপাড়া নিবাসী মৃত খালেক মিয়ার ছেলে ভ্যারাইটিজ রাসেল ও তার সহযোগীরা জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় এবং রাসেলের বাড়িতে আটকে রেখে চাঁদা দাবি করে স্ট্যাম্পে স্বাক্ষর রাখে। মুক্তিপণের জন্য স্বজনদের ফোনও দেয়া হয়।

পরে এ ঘটনা থানা পুলিশকে অবগত করা হলে আদর্শ মুসলিমপাড়ায় রাসেলের বাসা থেকে পুলিশ জহিরকে উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় এজাহার নামীয় ৪ জন ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে মামলা হয়েছে। ২নং আসামীকে গ্রেফতার করা হয়।

সর্বাধিক পঠিত