রাজরাজেশ্বরে ২২টি গরু-ছাগল চুরির অভিযোগ হামলায় আহত ৩
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে ১৮টি গরু ও ৪টি ছাগল চুরি হয়েছে বলে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কুদ্দুস আলী মাল। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে ইউনিয়নের শিলারচর গ্রামে এ ঘটনা ঘটে। চোরদের হামলায় কুদ্দুস আলী মালের স্ত্রী আয়েশা বেগম, মেয়ে সাদিয়া আক্তার ও শাশুড়ি সাফিয়া খাতুন আহত হন। এ ঘটনায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জেরে শুক্কুর আলীর নেতৃত্বে রনি গাজীসহ প্রায় ১৫ জনের একটি সংঘবদ্ধ চোরের দল কুদ্দুস আলী মালের পালিত ১৮টি গরু নিয়ে যায়। যার মধ্যে রয়েছে ১০টি গাভী, ৪টি মধ্য বয়স্ক গরু ও ৪টি বাছুর। যার অনুমানিক মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা, ৪টি ছাগল যার মূল্য ৫০ হাজার টাকা এবং একটি ইঞ্জিনচালিত নৌকা, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। বুধবার রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে ওই সংঘবদ্ধ চক্র চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে কুদ্দুস আলী মালের স্ত্রী আয়েশা বেগমকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে বিবাদী শুক্কুর আলী ক্ষিপ্ত হয়ে তাকে ও অন্যান্য সাক্ষীকে মারধর করে। এ সময় বিবাদীরা তাদের কানের দুুল ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী কুদ্দুস আলী মাল জানান, আসামীগণ জুলুমবাজ, পরের ধন সম্পদ আত্মসাৎকারী ও লুণ্ঠনকারী প্রকৃতির লোক। আমার চুরি যাওয়া গরু-ছাগল, নৌকা ও অন্যান্য মালামালসহ ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করা হয়।
এ বিষয়ে রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, আমি উভয়ের বিষয়টি শুনেছি। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি প্রদানে প্রশাসনের সহযোগিতা কামনা করি।