• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের হাজীগঞ্জে চালের ড্রামে গাঁজা, স্বামী-স্ত্রীসহ আটক ৩

প্রকাশ:  ২৩ এপ্রিল ২০২০, ০৯:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

অভিনব কায়দায় চালের সাথে ঘরের ভেতরে রক্ষিত ড্রামের মাঝখানে প্রায় ৩ কেজি গাঁজা করোনাভাইরাসের কারণে বিক্রি করতে না পারায় মজুত করে রাখায় স্বামী-স্ত্রীসহ ৩ জনকে পুলিশ আটক করেছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আটককৃতরা হলো হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামের বিল্লাল হোসেন (৩৫) ও তার স্ত্রী জাহানারা (৩০) এবং লিজা বেগম (৩৫)। আটককৃতরা প্রিন্স ভিলায় ভাড়া থাকেন। গ্রেফতারকৃত লিজা বেগম মকিমাবাদ গ্রামের অপর বাড়ির ভাড়াটিয়া বলে পুলিশ জানান।

 


হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদের প্রিন্স ভিলা থেকে প্রায় ৩ কেজি গাঁজাসহ পুলিশ ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে তাদের আটক করা হলেও হাজীগঞ্জ থানা পুলিশ তাদেরকে বুধবার বিকেলে আদালতে পাঠালে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় চালের ড্রামের ভেতর থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক পঠিত