• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২০, ১২:৩৭ | আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১২:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে এজমালি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাসারা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আব্দুস সামাদ বাদী হয়ে সবুজ সর্দারকে প্রধান অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অন্যদিকে প্রতিপক্ষের সাদ্দাম হোসেন নামে আরেকজন পাল্টা অভিযোগ দিয়েছেন। মারামারির ঘটনা শুনে থামাতে এসে স্থানীয় ইউপি সদস্য নজরুল পাটোয়ারী হামলার শিকার হন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে আব্দুস সামাদ জানান, শনিবার বিকেলে হঠাৎ করেই তাদের বাড়ির এজমালি পুকুরে পার্শ্ববর্তী বাড়ির সবুজ সর্দারের লোকজন মাছ ধরা শুরু করে। তিনিসহ বাড়ির লোকজন তাদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সবুজ সরদার সহ তার লোকজনের হামলায় নুরুল আমিন, সালেহা বেগম, শিউলি বেগম, কামাল হোসেনসহ ৪ জন আহত হয়। পরে আহতদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়। পরে শনিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। আব্দুস সামাদ আরো জানান, ঘটনা শুনে স্থানীয় ইউপি সদস্য নজরুল পাটোয়ারী ঘটনাস্থলে এলে এক পর্যায়ে তাদের প্রতিপক্ষের হামলার শিকার হন।

ঘটনার ব্যাপারে সাদ্দাম হোসেন জানান, তাদের সাথে প্রতিপক্ষের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। শনিবার বিকেলে তারা পুকুরে মাছ ধরতে গেলে তাদের উপর প্রতিপক্ষরা হামলা করে।

ইউপি সদস্য নজরুল পাটোয়ারী জানান, কাসারা গ্রামে পুকুরে মাছ ধরা নিয়ে মারামারির ঘটনার কথা শুনতে পেয়ে তিনি ঘটনাস্থলে যান। উভয় পক্ষের সাথে কথা বলার এক পর্যায়ে সাদ্দাম হোসেনের লোকজনের হাতে তিনি হামলার শিকার হন।

ফরিদগঞ্জ থানা পুলিশ উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

সর্বাধিক পঠিত