• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কোর্টে মামলার সাক্ষ্য দেয়ায় হাইমচরে সন্ত্রাসী হামলায় নারী আহত

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২০, ১৪:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নে ভিঙ্গুলিয়া গ্রামের ২০১৮ সালে নাজনীন আক্তারের দায়েরকৃত মামলার নিয়মিত ৫নং সাক্ষী পান্না বেগম আদালতে আসমীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়ায় মামলার প্রধান আসামী মাদকসেবী শরীফ গাজীর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছেন। পান্না বেগমকে আহত অবস্থায় স্থানীয় লোকজন চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ নিয়ে আসেন। এ ঘটনায় আহতের ভাই সুমন পাটওয়ারী বাদী হয়ে হাইমচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।


গত ১৬ এপ্রিল দুপুরে হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ভিঙ্গুলিয়া গ্রামের মৃত করিম গাজীর পরিবারের সাথে পার্শ্ববর্তী আবুল গাজীর সাথে দীর্ঘদিন ধরে মামলা ও বিরোধ চলে আসছে। আবুল গাজীর সাথে এ পরিবারের কোর্টে একটি মামলা চলছে। আহত পান্না বেগম ঐ মামলার অন্যতম সাক্ষী। পান্না বেগম কোর্টে সাক্ষ্য দেয়ায় আবুল গাজীর নেশাগ্রস্ত ছেলে শরীফ গাজীর সন্ত্রাসী বাহিনী নিয়ে সাক্ষী পান্নার উপর হামলা চালিয়ে তাকে আহত করে। এ সময় তার কাছে থাকা একটি স্বর্ণের চেইন ও তিনটি আংটি ছিনিয়ে নিয়ে যায়।


এ ব্যাপারে আহত পান্না বেগম জানান, তাদের সাথে আমাদের কোর্টে একটি মামলা আছে। আমি ঐ মামলায় তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ায় নেশাখোর শরীফ আমার উপর হামলা চালায়। আমার স্বামী বিদেশ থাকার সুযোগে সময় অসময় উত্ত্যক্ত করতো। আমি প্রশাসনের কাছে এ মামলার সুষ্ঠু বিচার চাই।

সর্বাধিক পঠিত