• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বেশকিছু অভিযোগে হাজীগঞ্জে ১০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে বনফুল এন্ড কোম্পানীর একটি শো-রুমকে। মঙ্গলবার বনফুল এন্ড কোম্পানীর হাজীগঞ্জ বাজারস্থ বনফুলকে এ অর্থদণ্ড জরিমানা করা হয়। একইদিন একই আদালত ইত্যাদি স্টোর ও মোল্লা স্টোরকে আরো ১০ হাজার টাকা জরিমানা মিলিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করে। ভোক্তা অধিকার আইনে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

উপজেলার বেলচোঁ বাজারে মূল্যতালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার অপরাধে ইত্যাদি স্টোরকে নগদ ৫ হাজার টাকা ও মোল্লা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করে এরপরেই বনফুল এন্ড কোম্পানীর হাজীগঞ্জ শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা করে আদালত।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসচেতনতার লক্ষ্যে ব্যবসায়ী ও উপস্থিত লোকজনকে ভোক্তা অধিকার আইনের কয়েকটি ধারা উপস্থাপন করে বক্তব্য রাখেন। এ সময় স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি, পরিবেশন ও গ্রহণের আহ্বান জানানো হয় উপস্থিত সবাইকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া চাঁদপুর কণ্ঠকে জানান, হাজীগঞ্জ বাজারে বনফুল এন্ড কোম্পানীর শো-রুমে পঁচা-বাসি খাবার রাখা, মূল্যতালিকা না রাখা ও ঢাকনাব্যতীত খাবার রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

সর্বাধিক পঠিত