• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বোনকে নকল দিতে গিয়ে ভাইয়ের কারাদণ্ড

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঘিলাতলী সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে বোনকে নকল সরবরাহের দায়ে গতকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সাড়ে ১২টায় কেন্দ্র থেকে ইসমাইল (২০) নামের এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ওই যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেন। সে ওইদিন পরীক্ষা চলাকালীন সাড়ে ১২টার দিকে নকল সরবরাহ করার সময় হাতেনাতে কেন্দ্রে নকলসহ ধরা পড়ে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন ও ওসি স্বপন কুমার আইচ উপস্থিত ছিলেন।

ইসমাইল মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বদরপুর মিয়াজী বাড়ির আক্তার হোসেনের ছেলে। তার পিতা পেশায় গ্যারেজ মালিক। ইসমাইল হোসেন ঘিলাতলী সিনিয়র ফাযিল মাদ্রাসার ফাযিল ১ম বর্ষের শিক্ষার্থী।

সর্বাধিক পঠিত