বাগাদী ইউনিয়নের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী জেলে ॥ সহযোগীরা ধরাছোঁয়ার বাইরে
চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী রেদওয়ান রাজা (৩৫) ও মুসা কবিরাজ (৩৪) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত ২৯ ডিসেম্বর মুসা কবিরাজকে ২২ পিচ ও রেদওয়ান রাজাকে ১৫ পিচ ইয়াবাসহ শহরের মিশন রোড এলাকা থেকে আটক করা হয়। মামলা নং-৩৮। তবে তার সহযোগীরা ধরাছোঁয়ার বাইরে থেকে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান। তবে তাদের গডফাদার জনৈক রাজনৈতিক ব্যক্তিকে আটক করলে সব তথ্য বের হয়ে আসবে বলে তারা জানায়।
আটক মূসা কবিরাজ (৩৪) বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিম কবিরাজের ছেলে। রেদওয়ান রাজা (৩৫) একই ইউনিয়নের নূরুল ইসলাম রাজার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেদওয়ান রাজার পরিবারের লোকজনের সহযোগিতার কারণেই তার ভাই রাসেল রাজাসহ এ ব্যবসা তারা প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে। রেদওয়ান ও তার ছোট ভাই রাসেল রাজা চৌরাস্তা মোড়ে বসে পুরো এলাকার মাদক নিয়ন্ত্রণ করে। আশপাশের অনেকে তা দেখেও না দেখার মতো থাকে। মাদক বিক্রয়ে তাদেরকে এলাকার কেউ কিছু না বলায় প্রকাশ্যে তারা উৎসাহ নিয়ে মাদক বিক্রয় করছে বলে জানা যায়।
এছাড়া রহিম কবিরাজের ছেলে মূসা কবিরাজ জনৈক গডফাদারের নেতৃত্বে বাগাদী ইউনিয়নে মাদকের স্বর্গরাজ্য গড়ে তোলে। যার ফলে ইউনিয়নের যুব সমাজ মাদকের করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়া মূসা কবিরাজসহ একটি সিন্ডিকেট শহর ও গ্রামাঞ্চলে মাদক সরবরাহ করে থাকে বলে স্থানীয় সূত্রে জানা যায়। মূসা কবিরাজ বহুবার পুলিশের হাতে মাদকসহ আটক হয়ে জেল হাজতে থাকার পর আবার পুনরায় জেল থেকে বের হয়ে দেদারছে মাদক ব্যবসা করে আসছে। মূসাকে তার বাবা মুচলেকা দিয়ে চাঁদপুর মডেল থানা থেকে নিয়ে যাওয়ার পর আবার সে মাদক বিক্রয় শুরু করে।