• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর মডেল থানা পুলিশের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২০, ১১:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে মডেল থানা পুলিশের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ। গতকাল ১৭ জানুয়ারি শুক্রবার এই মহৎ কাজটি সম্পন্ন করে পুলিশ। এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার এসআই রাশেদুজ্জামান বলেন, আমি অ্যাডিশনাল এসপি জাহেদ স্যারের নির্দেশে থানার এএসআই আঃ হালিমসহ বিষ্ণুপুর গ্রামে পৌঁছাই। ওখানে শাহ আলম বেপারীর মেয়ে ছালমা আক্তার নাদিহার বিবাহের প্রস্তুতি চলছিলো। এই বিবাহের বর ছিলো একই গ্রামের মৃত নাসির উদ্দিন কাজীর ছেলে আবদুল কাদের কাজী। তিনি আরো জানান, আমি কনের জন্ম নিবন্ধন সনদ এবং স্কুল সনদ যাচাই করে কনের জন্ম তারিখে গরমিল পাই। অর্থাৎ কনের বয়স ১৫ বছর হওয়ায় ওসি স্যারের নির্দেশে বাল্য বিবাহ বন্ধ করে দেই। এ সময় স্থানীয় বিষ্ণুপুর কমিউনিটি পুলিশের সভাপতি সফিক ঢালীসহ অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কনে ছালমার মা আশু বেগম এবং বরের ভাই আবদুর রহিম কাজী আমাদের কাছে মুচলেকা দেয় যে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহের আয়োজন আর করবে না। এ ব্যপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্র্জ নাসিম উদ্দিন জানান, অপ্রাপ্ত বয়সে বাল্য বিবাহের খবর পেলেই পুলিশ ব্যবস্থা নেয়। এটি পুলিশের নিয়মিত একটি কাজ।

 

সর্বাধিক পঠিত