• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পাহারাদারের ঘরে তালা দিয়ে দিঘির মাছ চুরি

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২০, ১২:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের ঐতিহ্যবাহী রবিউল্লাহ দিঘির পাহারাদারের ঘরে তালা দিয়ে মাছ চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ জানুয়ারি গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানান দিঘির ইজারাদারের ছোট ভাই আল-আমিন বকাউল।
সরজমিনে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে রবিউল্লাহ দিঘির ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক হেলাল বকাউল। ঘটনার রাতে দিঘির পাহারায় থাকা আল-আমিন বকাউল প্রতিরাতের ন্যায় দিঘির চারপাশ ঘুরে এসে রাত একটার দিকে ঘুমাতে যান। ভোর রাতের দিকে তিনি আবার ঘর থেকে বের হতে চাইলে তখন ঘরের দরজা বাহির থেকে বন্ধ দেখতে পান। পরে ঘরের অন্য পাশের ঝাপ খুলে বাহিরে এসে দেখেন দরজায় তালা দেয়া রয়েছে। পরে তিনি দিঘির চারদিকে ঘুরতে গিয়ে দিঘির পূর্ব দক্ষিণ কোণে একটি বেড় জাল পড়ে থাকতে দেখেন এবং গাড়ি দিয়ে মাছ নিয়ে যাওয়ার আলামত দেখতে পান।
এ বিষয়ে আল-আমিন বলেন, দিঘিরপাড়ে জাল পড়ে থাকতে দেখে চোর চোর বলে চিৎকার দিলে দিঘির পাড়ে বসবাসকারী লোকজন ছুটে এসে মাছ চুরির ঘটনা দেখতে পান। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, মাছ চুরির ঘটনায় দিঘির ইজারাদারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত