• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

লাইসেন্সবিহীন জ্বালানি তেল বিক্রিতে মোবাইল কোর্ট ॥ চার দোকানিকে ২৩ হাজার টাকা জরিমানা

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৯, ১১:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে লাইসেন্সবিহীন যত্রতত্র পেট্রোলিমায় জাতীয় পদার্থ বিক্রি করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল ২১ ডিসেম্বর শনিবার সদর উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী চার দোকানীকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। সে সাথে দোকানিদের দ্রুত লাইসেন্স করে নেয়ার জন্যে কঠোর নির্দেশ দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী  ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম।
তিনি জানান, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান স্যারের নির্দেশে চাঁদপুর সদর উপজেলার বাদামতলী, নিজগাছতলা, ঢালীরঘাট বাজার, নানুপুর, বাঘড়া বাজার ও বহরিয়া বাজার এলাকায় যত্রতত্র লাইসেন্সবিহীন পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বিক্রির উপর মোবাইল কোর্ট করা হয়েছে। মোবাইল কোর্টে বিভিন্ন দোকানে জ¦ালানি বিক্রির লাইসেন্স প্রদর্শন করার নির্দেশ দিলে দোকানিরা তাদের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় এবং তাদের অপরাধ স্বীকার করেন। তখন চারটি দোকানের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- নানুপুর স্কুল সংলগ্ন জনৈক বাবু আলমের প্রিন্স পেট্রোলিয়াম নামে দোকান। এ দোকান থেকে ইতিপূর্বে অগ্নিকা-ের ঘটনা ঘটে আশপাশের বেশ কটি দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ বাবু আলম নিজেকে সংবাদকর্মী দাবি করে প্রভাব খাটিয়ে এভাবে অবৈধ ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান জেলা প্রশাসনের পক্ষ হতে অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ অভিযানে পুলিশ সদস্যরাও অংশ নেন।