স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিক গাজীকে কুপিয়ে জখম ॥ আটক ১


চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিক গাজীর (৪২) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাতেনাতে ভুট্টু নামের এক সন্ত্রাসীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় চাঁদপুর শহরের হাকিম প্লাজার সামনে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত শফিক গাজীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়।
এদিকে হামলার খবর পাওয়ার সাথে সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন সদর হাসপাতালে যান।
এছাড়া আহত শফিক গাজীকে দেখতে হাসপাতালে যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর যারা হামলা করেছে এদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকীদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।