• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বিনা টিকেটে রেল ভ্রমণে ৪ যাত্রী ও পাবলিক প্লেসে ধূমপান করায় ৩ জনকে জরিমানা

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:২৬ | আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর কোর্ট স্টেশনে বিনা টিকেটে রেল ভ্রমণ ও পাবলিক প্লেসে ধূমপানরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় লাকসাম থেকে আসা ডেম্যু ট্রেনের ৪ যাত্রী টিকেটবিহীন রেল ভ্রমণ করায় প্রত্যেকের কাছ থেকে ১৪০ টাকা করে জরিমানাসহ ভাড়া আদায় করা হয় রেলওয়ের প্রচলিত আইনে।
একই সময় পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ৩ জনের কাছ থেকে ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।
উপস্থিত ছিলেন চাঁদপুর রেলওয়ের বড়স্টেশন মাস্টার জাফর আলম, রেলওয়ে থানার ওসি সরোয়ার আলম, রেলওয়ের সাবেক টিটি মাহবুবুর রহমান, বড় স্টেশনের বুকিং সহকারী আব্দুস সালাম, বর্তমান টিটি কামরুজ্জামান সোহাগ, নূর মোহাম্মদ বাপ্পী, টিসি তৌহিদুর রহমান জনি, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার খোরশেদ আলমসহ অন্য কর্মকর্তাগণ।