ফরিদগঞ্জে নারী মাদক বিক্রেতাসহ আটক তিন


ফরিদগঞ্জে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামী, যৌতুক আইনে দায়েরকৃত মামলার এক আসামী ও ৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতাসহ তিনজনকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই নাজমুন নাহার জানান, উপজেলার বিষকাটালি গ্রামের বাদশা মিয়ার ছেলে আলমগীর হোসেন (৪০)কে মাদক মামলায় চলতি বছরে চাঁদপুরের একটি আদালত ৬ মাসের সাজার রায় প্রদান করেন। পরে বৃহস্পতিবার রাতে বিষকাটালি গ্রাম থেকে এসআই আনিছুজ্জামান তাকে আটক করেন। এছাড়া চরমথুরা গ্রামের বাচ্চু পাটওয়ারীর ছেলে মোঃ রুবেলকে বৃহস্পতিবার রাতে এসআই কাজী মোঃ জাকারিয়া আটক করেন। রুবেলের বিরুদ্ধে তার স্ত্রী বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ১১/গ/৩০ ধারায় (নং-৩২,তাং-২৮/১১/১৯) মামলা দায়ের করেন। অপরদিকে শহরের টিএন্ডটি এলাকা থেকে লাকী বেগম (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে ৫০ গ্রাম গাঁজাসহ বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই নাজমুন নাহার আটক করেন। লাকী বেগম পার্শ্ববর্তী রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামের আলম হোসেনের স্ত্রী। পরে লাকী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। পরে শুক্রবার সকালে আটককৃত ৩ জনকেই চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ। ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।