• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সাজাপ্রাপ্ত ও ৩২ লক্ষ টাকা অর্থদ-প্রাপ্ত আসামী আটক

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০১৯, ১০:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী ফরহাদ মৃধা (৩৮)কে ঢাকা থেকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে ঢাকা ওয়ারী জোনের বিসিবি ভবনের ভূঁইয়া প্লাজার ৬ষ্ঠ তলা থেকে ওয়ারী থানার পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। আটকককৃত ফরহাদ মৃধা (৩৮) চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার মৃধা বাড়ির ছলেমান মৃধার ছেলে।
জানা যায়, ২০১৭ সালে আজিজুর রহমান নামের এক ব্যক্তি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ফরহাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে ফরহাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় সিআর (২৫২/১৭) মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদ- ও ৩২ লক্ষ টাকা জরিমানা করে আদালত। চলতি বছরের জানুয়ারিতে আদালত তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো।
এএসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদকে ঢাকা ওয়ারী পুলিশের সহায়তায় আটক করে চাঁদপুর নিয়ে আসা হয়। চাঁদপুর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন জানান, আটক ফরহাদকে দুপুরে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।