বাবুরহাটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের আটক হলো রিহাম


চাঁদপুর শহরের বাবুরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফের আটক হয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান মালের নাতি মাদক কারবারী রিহাম। এছাড়াও সেখান থেকে শিমুল দে নামে আরেক মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার দুপুরে বাবুরহাটস্থ জেলা কারাগারের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়।
আটক রিহাম গত ২২ অক্টোবরও বাবুরহাট থেকে ইয়াবাসহ আটক হয়েছিল এবং গত ৬ নভেম্বর জামিনে মুক্তি পায় বলে জানা যায়। মুক্তি পেয়েই সে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সে ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে জানান এলাকাবাসী। আটক রিহাম চাঁদপুর শহরের গুয়াখোলাস্থ মরহুম হাসান গাজীর ছেলে। এর আগেও সে কয়েকবার মাদকসহ চাঁদপুর থেকে আটক হয়েছিল। আটক দুজন এলাকার চিহ্নিত মাদকসেবী ও বিক্রেতা বলে জানা যায়।