• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মহামায়ায় বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৪০ হাজার টাকা ছিনতাই ॥ আটক ১

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৯, ১৮:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রকাশ্য দিবালোকে বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাতে আহত করে তার সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে গেছে একদল ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় গতকাল ৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে। জখম ও টাকা লুটের ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তি নেভী সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মোঃ মজিবুর রহমানের ছেলে আটক মোঃ আল-আমিন ও সিএনজি অটোরিকশা চালকসহ ৫ সদস্যের একটি চক্র ইউনিয়নের ছোটসুন্দর বাজার হতে মহামায়ায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসার পথে মধুরোড এলাকা থেকে ওই বিক্রয় প্রতিনিধি অটোরিকশায় ওঠেন। পথিমধ্যে শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও দাস বাড়ির সামনে আসলে বিক্রয় প্রতিনিধি ইসমাইলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করলে ইসমাইল হোসেন আটক আল-আমিনকে নিয়ে সিএনজি থেকে পড়ে যান। সে সময় আল-আমিন ওই প্রতিনিধিকে ফেলে রেখে পার্শ্ববর্তী বাড়ির উপর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এলাকাবাসীর সহযোগিতায় আটক হয় এবং তার ব্যাগে থাকা ৩৯ হাজার ৯শ’ ৭৯ টাকা নিয়ে অন্য ছিনতাইকারীরা চলে যায়। পরে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ নূরুল ইসলাম চাঁদপুর সদর মডেল থানায় খবর দিলে এসআই জহির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। ছিনতাইকারী চক্রের সদস্য আল-আমিনকে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়। এদিন সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান ট্যোবাকো কোম্পানির সুপারভাইজার।