• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় স্বাস্থ্য সহকারী আহত

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০১৯, ১১:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বড়দৈল গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী কামরুজ্জামান নাসির (৩৯) প্রতিপক্ষের হামলায় গুরতর জখম হয়েছেন।
জানা যায়, বড়দৈল গ্রামের মজুমদার বাড়ির আব্দুর রাজ্জাকের সাথে পাশের বাড়ির লনি মিয়ার দীর্ঘদিন থেকে সম্পত্তিগত বিরোধ চলে আসছিলো। বিরোধকৃত সম্পত্তি নিয়ে আব্দুর রাজ্জাক চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। সম্প্রতি ওই মামলা আব্দুর রাজ্জাকের পক্ষে রায় হয়। আদালতের নির্দেশে কচুয়া থানার পুলিশ গত সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে রায়ের কাগজপত্রসহ বাদীকে সম্পত্তি বুঝিয়ে দেয়। একই দিন সন্ধ্যা ৭টার দিকে বিবাদী পক্ষের লোকজনরা আব্দুর রাজ্জাকের পুত্র কামরুজ্জামান নাসিরকে দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা নাসিরের ভাতিজা সোহেলকেও মারধর করে। এছাড়া নাসিরের মোটরসাইকেল ভাংচুরসহ তার বড়ভাই কাউছারের ঘর-দরজা ভাংচুর করে। খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে নাসিরকে উদ্ধার করে। বর্তমানে নাসির কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন, নাসিরের বড় ভাইয়ের ঘর-দরজা ভাংচুর, মোটরসাইকেল বিনষ্ট হওয়ায়সহ নাসিরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসার সত্যতা স্বীকার করে। তবে কারা হামলা-ভাংচুর করেছে ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকেও দেখতে পাননি বলে তিনি জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নাসিরের নিকটাত্মীয়-স্বজনরা জানায়।

সর্বাধিক পঠিত