• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারে দিন দুপুরে চুরি

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৯, ০৯:২০ | আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১০:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের  কাজী  নজরুল সড়কস্থ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে হান্নান কমপ্লেক্সের নীচতলার পশ্চিম পাশের  ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারে দিন দুপুরে  দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চাঁদপুর মডেল থানার কাছাকাছি কাজী নজরুল ইসলাম সড়কস্থ (সাবেক স্ট্যান্ড রোডের) ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারে  গতকাল ৩০ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা মধ্যে যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন প্রতিষ্ঠানের মালিক পক্ষ।
মালিক পক্ষ থেকে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় গতকালও সকালে প্রতিষ্ঠানটি খোলা হয়। কিন্তু চোরের দল কৌশলে কোনো একসময়ে ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আলমগীর হোসেন একটি অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ তারিখ রাত ১০টায় প্রতিদিনের ন্যায় প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়িতে যাওয়া হয়। পরের দিন ৩০ অক্টোবর সকাল সাড়ে ৮টায় ডায়াগনস্টিক সেন্টারের পরিচ্ছন্ন কর্মী স্মৃতি আক্তার ল্যাব খুলেন। পরবর্তীতে ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ তাসলিমা আক্তার, রাজু, সাথী আক্তার ও এমরান হোসেন ল্যাবে আসেন। সকাল সাড়ে ১০টায় পরিচালক আলমগীর হোসেন ক্যাশ বাক্স খুলতে গেলে দেখেন ক্যাশের তালা ভাঙ্গা ও ক্যাশে থাকা ২ লাখ ৬৫ হাজার টাকা নেই।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৮টা হতে সকাল সাড়ে ১০টার মধ্যে চুরির ঘটনা ঘটেছে। পরিচ্ছন্ন কর্মী স্মৃতি আক্তার, স্টাফ তাসলিমা আক্তার, রাজু, সাথী আক্তার ও এমরান হোসেন গং এ ঘটনার সাথে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের আরেক পরিচালক হুমায়ুন আজাদ জানান, মাস শেষে স্টাফদের বেতন ও ভাড়া দেয়ার জন্যে টাকাগুলো দোকানে এনে রাখা হয়েছে। এ পরিচালকের বক্তব্য হচ্ছে, জানা শোনা লোকেরাই এ চুরির ঘটনা ঘটিয়েছে।

 

সর্বাধিক পঠিত