• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে আবারো ভুয়া ডাক্তার আটক

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৯, ০৯:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে হাসপাতালের মার্কেটিং অফিসারকে চিকিৎসকের রুমে বসে রোগী দেখা এবং  টেস্ট করার পরামর্শ দেয়ার অভিযোগে আটক করেছে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন। মঙ্গলবার দিবাগত রাতে মোঃ ফরহাদ হোসেন নামের কথিত ওই চিকিৎসককে তার কর্মস্থল হাজীগঞ্জ ডিগ্রী কলেজ সড়কস্থ হক টাওয়ারের গোল্ডেন হসপিটাল এন্ড সিটি স্ক্যান সেন্টার থেকে আটক করে পুলিশ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেন ফরহাদ ম্যাটস্ থেকে পাস করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার(হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন চাঁদপুর কণ্ঠকে জানান, ফরহাদ হোসেন গোল্ডেন হস্পিটাল এন্ড সিটি স্ক্যান সেন্টারে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছে। ওই হাসপাতালের চিকিৎসকের রুমে বসে রোগী দেখছে এমন তথ্য আমাদের কাছে ছিলো। মঙ্গলবার রাতে ওই হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, ফরহাদ হোসেন রোগী দেখার পাশাপাশি রোগীদের পরীক্ষার নামে বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে ভিন্ন পথে টাকা আয়ের পথ বেছে নেয়। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ারুল আজিম বলেন, আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ফরহাদ হোসেন ম্যাটস্ থেকে পাস করেছে। ম্যাটস্ থেকে পাস করার কাগজপত্র দেখেছেন কিনা এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, আমি ঢাকাতে থাকায় তা জানা সম্ভব হয়নি।

 

সর্বাধিক পঠিত