• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রক্ত না নিয়েই ব্লাড টেস্টের রিপোর্ট দিল হাইমচরের ন্যাশনাল ডায়গনস্টিক সেন্টার

ভুয়া রিপোর্টে দিনমজুর নোয়াব আলী মৃত্যুশয্যায়

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৯, ১৩:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচর উপজেলার সদর আলগীবাজারে সোনালী ব্যাংক সংলগ্ন ন্যাশনাল ডায়গনস্টিক সেন্টারের ভুয়া রিপোর্টে দিনমজুর নোয়াব আলী (৪৫) মৃত্যুশয্যায় রয়েছেন। তিনি ২নং আলগী উত্তর ইউনিয়নের ছোটলক্ষীপুর গ্রামের লাল মিয়ার ছেলে।  
জানা যায়, গত ২১ অক্টোবর নোয়াব আলী অসুস্থ হয়ে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে রক্ত পরীক্ষার নির্দেশ দেন। নোয়াব আলী ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার জন্যে গেলে স্টাফ রাজীব নাহা রক্ত পরীক্ষা না করেই প্যাথলজিস্ট সুজনের স্বাক্ষর  নকল করে রোগীকে টাইফয়েড জ্বরের রিপোর্ট প্রদান করে। ওই রিপোর্ট দেখে চিকিৎসক তাকে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেন। নোয়াব আলী রাতে ওষুধ সেবনের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গতকাল সকাল ৯টায় পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে নোয়াব আলী গুরুতর অবস্থায় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নোয়াব আলীর স্ত্রী জানান, আমার স্বামীর শরীর থেকে রক্ত না নিয়েই কিছু সময় বসিয়ে রেখে কিছুক্ষণ পরে ভেতর থেকে রিপোর্ট এনে দেয়। আমরা সেই রিপোর্ট হাসপাতালের ডাক্তারকে দেখাই। ডাক্তার আামদেরকে এ রিপোর্ট অনুযায়ী ওষুধ দেন। ওষুধ খাওয়ানোর পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক আমরা তাকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আমার স্বামী এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
অভিযোগ প্রসঙ্গে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষের প্রতিনিধি ফরিদ ভূঁইয়া বলেন, আসলে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমরা এ বিষয়টি নিয়ে বসবো। সামনের দিকে যাতে এ ধরনের ভুল না হয় সেজন্যে ব্যবস্থা নেব।
সচেতন মহলের দাবি, দ্রুতই প্রশাসন এই ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিক। নতুবা এ ধরনের ঘটনা আরো বৃদ্ধি পাবে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান।

 

সর্বাধিক পঠিত