• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মাদক ব্যবসায়ী জুটন আটক

প্রকাশ:  ২০ আগস্ট ২০১৯, ১০:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত ১৪ আগস্ট চাঁদপুর ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানের সময় ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম জুটন (৩০) কে আটক করা হয়। তার গ্রামের বাড়ি শোশাইরচর, দক্ষিণ বালিথুবা, থানা- ফরিদগঞ্জ। সে চাঁদপুর শহরের ষোলঘরস্থ চেয়ারম্যান ঘাট এলাকার মজিদ খানের বিল্ডিংয়ের ২য় তলার ডান পাশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলো। সেখান থেকে ভদ্রবেশে চলাফেরা করে সে এরই আড়ালে মাদকের ব্যবসা করে আসছিলো। বিভিন্ন সময় তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। অবশেষে তাকে ডিবি পুলিশের সদস্যরা গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।