চান্দ্রায় মাদক ব্যবসায়ী সিঁধেল চোর আটক
চাঁদপুর সদরের চান্দ্রায় সিঁধ কেটে চুরি করার সময় মাদক ব্যবসায়ী সিঁধেল চোর রিংকু (২৭)কে এলাকাবাসী হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাখরপুর গ্রামের জয়নাল মেম্বারের বাড়িতে। চোর রিংকু মেম্বারের বাড়িতে সিঁধ কেটে চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। সে এলাকার চিহ্নিত চোর ও মাদক বিক্রেতা বলে এলাকাবাসী জানায়। বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেয়।
চোর রিংকু ১২নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের পাটওয়ারী বাড়ির দেলোয়ার হোসেন পাটোয়ারীর ছেলে।
চোর ঐ এলাকার ইব্রাহিম খাঁর ঘরের সিঁধ কেটে নগদ টাকা, মোবাইল ও মালামাল নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় পাশের ঘরের অলিউল্লাহ খান দেখে ডাকচিৎকার দিলে চোর রিংকু দৌড়ে গিয়ে পুকুরে লাফিয়ে পড়ে। তাৎক্ষণিক এলাকাবাসী তাকে পুকুর থেকে আটক করতে সক্ষম হয়।
এলাকাবাসী ঘটনাটি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারীকে অবগত করলে তিনি চাঁদপুর মডেল থানায় খবর দিলে থানার এএসআই ইলিয়াস সঙ্গীয়ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে চোর রিংকুকে আটক করে নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, চোর রিংকুর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ, নাশকতা, মাদকসহ কয়েকটি মামলা চাঁদপুর মডেল থানায় রয়েছে।
সিঁধেল চোর রিংকু ধরা পড়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এটাই প্রশাসনের প্রতি এলাকাবাসীর দাবি। এ ঘটনায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রিংকুর বিরুদ্ধে দু’টি পৃথক মামলা দায়ের করা হয়।