হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
হাজীগঞ্জের পূর্ব বাজারস্থ সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার ও রোগীদের স্যাম্পল যথানিয়মে সংরক্ষণ না করার কারনে সৈকত ধর নামের একজনকে ২৫ হাজার টাকা মিলিয়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী। তিনি ভোক্তা অধিকার আইনে সৈকত চন্দ্র ধর নামের বেসরকারি মেডিকেল প্রতিনিধিকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম জেল এবং সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সাখাওয়াত হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে বিভিন্ন হাসপাতাল থেকে রোগীর রক্ত ও বীর্যের নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে পরীক্ষা করানোর জন্যে যথাযথ সংরক্ষণ না করার দায়ে সৈকত ধর নামের এক হাসপাতাল প্রতিনিধিকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল দেয় আদালত। দায়িত্বে অবহেলা, দায়িত্বহীনতা এবং অসতর্কতার দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানির অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় এই দ- দেয়া হয়। এ ছাড়া সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সাখাওয়াত হোসেনকে সেবা বিক্রয়ের উদ্দেশ্যে অসত্য, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী। এ সময় আদালত উক্ত হাসপাতালের মিথ্যা ঘোষণা সম্বলিত টানানো ব্যানার ছিঁড়ে ফেলার নির্দেশসহ বিভিন্ন বিষয়ে সতর্কতা প্রদান করেন। এ সময় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।