চাঁদা না দেয়ায় ইচলীতে বিদ্যুৎ প্লান্ট নির্মাণ কাজে সন্ত্রাসী হামলা : স্থাপনা ভাংচুর ইঞ্জিনিয়ার আহত
চাঁদপুর পাওয়ার প্লান্ট নামে ১১৫ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের চলমান নির্মাণ কাজের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনা ভাংচুর এবং দুই ইঞ্জিনিয়ারকে আহত করা হয়েছে। গতকাল সোমবার ২৯ জুলাই সকাল ও বিকেলে দুই দফা চাঁদপুর শহরের ইচলীঘাটের দক্ষিণ পাশের সাবেক জেনিস ব্রিকফিল্ড এলাকায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
হামলায় নির্মাণ কাজের সরঞ্জামাদির মালামালের গুদাম ও একটি অফিসঘর কুপিয়ে এবং লাঠিসোঠা দিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। এ সময় কর্মস্থলে থাকা বিদ্যুৎ কেন্দ্রের দুজন ইঞ্জিনিয়ারও হামলার শিকার হয়। আহতরা হলেন ইঞ্জিঃ বশির ও ইঞ্জিঃ রাসেল। তারা দু জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আহত ইঞ্জিঃ বশির জানান, সকালে একবার একদল উচ্ছৃঙ্খল যুবক কাজ বন্ধ রাখার জন্যে ধমক দিয়ে যায়। বিকেলে পুনরায় এসে তাদের সাথে আলাপ ছাড়া কাজে হাত না দেয়ার জন্যে হুমকি-ধমকি শুরু করে এবং এক পর্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ভাংচুর চালায় এবং কাজ বন্ধ করে দেয়। তারা কাজের লোকজনকে মারধর করে আমাদের ওপরও হামলা করে।
এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ঠিকাদারের লোকজন জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। ১৮ মাসের মধ্যে এর কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। এ কাজের জন্যে আগের দিন লিজন পাটওয়ারীর নেতৃত্বে স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল যুবক চাঁদা দাবি করে। ওই টাকা না দেয়ায় তারা সোমবার বিকেলে পরিকল্পিতভাবে প্রায় ৩০/৪০ জন যুবক নিয়ে এ হামলা চালায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।