• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচরের কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফ কবিরাজ গ্রেফতার

প্রকাশ:  ২১ জুলাই ২০১৯, ২৩:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১৯ জুলাই দিবাগত রাত ১২টায় হাইমচর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে আরিফ কবিরাজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আলগী বাজারে বিসমিল্লাহ মোড়ের ১শ’ গজ পশ্চিমে পল্লী সৌরশক্তি দোকানের বিপরীতে দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পুলিশকে অতিক্রম করাকালে পুলিশ ইয়াবা ব্যবসায়ী মোঃ আরিফ কবিরাজকে চ্যালেঞ্জ করে। এ সময় তার জিন্স প্যান্টের পকেট থেকে ৯ (নয়) পিচ ইয়াবা উদ্ধার কর হয়।
জানা যায়, আটক আরিফ কবিরাজ মোটরসাইকেল (রেজিঃ নং চাঁদপুর ল-১১-২৯৮১) ব্যবহার করে হাওলাদার বাজার, রায়ের বাজার, বাংলাবাজার, নয়ানী লক্ষ্মীপুর, ঢেলের বাজার, মহজমপুর, আলগী বাজার, হাইমচর নতুন বাজার, জনতা বাজার, গাজীর বাজার এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রি করে আসছে। সে পুলিশথকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ এসব করে আসছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির মদদে এ কাজে জড়িত বলে স্বীকার করে। সে নিজেকে পুলিশের সোর্স বলে এলাকায় বলে বেড়াত। তাকে জিজ্ঞাসাবাদে তার বাবা শাহজাহান কবিরাজ, মা মরিয়ম বেগম, গ্রাম ছোট লক্ষ্মীপুর, থানা হাইমচর বলে জানায়। তাকে গ্রেফতার করতে পারায় স্থানীয় হাইমচর সরকারি ডিগ্রি কলেজ, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং যুব সমাজের উপকার হয়েছে বলে এলাকাবাসী মনে করে। আরিফের কারণে এলাকায় উঠতি বয়সের তরুণেরা দিন দিন মাদক তথা ইয়াবার নেশায় আসক্ত হয়ে পড়ছিল বলে জানা যায়।

সর্বাধিক পঠিত