• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে খালার বাড়ি থেকে নিখোঁজ হলো প্রতিবন্ধী রুবেল

প্রকাশ:  ১৭ জুলাই ২০১৯, ০৮:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কুমিল্লা থেকে ফরিদগঞ্জে খালার বাড়িতে বেড়াতে আসে মোঃ রুবেল হোসেন (২২) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক। বেড়ানোর দশদিনের মাথায় খালার বাড়ি থেকেই নিখোঁজ হয় রুবেল। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।
নিখোঁজ রুবেল হোসেনের মাতা আমেনা বেগম এ প্রতিনিধিকে বলেন, আমার স্বামীর বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বেতিয়াপাড়া গ্রামে। গত ২ জুলাই আমার বোন রাশিদার বাড়ি ফরিদগঞ্জের সাহাপুর গ্রামে ছেলে রুবেল হোসেনকে নিয়ে বেড়াতে আসি। রুবেল মানসিক প্রতিবন্ধী। গত ১২ জুলাই রুবেল ফরিদগঞ্জ বাজার থেকে হারিয়ে যায়। এরপর আমার বোনের বাড়ি, কুমিল্লায় নিজের বাড়ি এবং আত্মীয়-স্বজন সবার বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত তার সন্ধান পাইনি। রুবেল হোসেনের উচ্চতা হবে প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখম-ল গোলাকার, চুলের রং কালো এবং লম্বা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো লুঙ্গি এবং গায়ে ছিলো সাদা রঙের শার্ট। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান ০১৭৩৪-৯৫০৩৮০ নাম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ করেছেন নিখোঁজ রুবেলের মা আমেনা বেগম।
রুবেলের নিখোঁজে তার মা আমেনা বেগম বাদী হয়ে গত ১৩ জুলাই ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং ৫৯৬।