ফরিদগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
ফরিদগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিনের হস্তক্ষেপে দশম শ্রেণির ছাত্রী নাজমুন নাহার (১৭)-এর বাল্য বিবাহ বন্ধ করা গেছে। রোববার দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বদরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বদরপুর গ্রামের মোস্তফা কামালের মেয়ে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাজমুন নাহারের বিয়ের দিন ধার্য করা হয়। গোপন সূত্রে সংবাদ পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন দুপুরে পুলিশ ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে শিক্ষার্থীর পিতা বাল্যবিয়ের কথা স্বীকার করেন। পরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সালের ৮ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত মোস্তফা কামালকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে বিয়ে দিবে না বলে মুচলেকা প্রদান করেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন জানান, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে আরো বেশি করে সচেনতনতা গড়ে উঠা প্রয়োজন।