• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে চার মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ:  ০৭ জুলাই ২০১৯, ০৯:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী বাকিলা এলাকার খলাপাড়া গ্রামের জাকিরসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এর মধ্যে ১ নারী মাদক ব্যবসায়ীও রয়েছে। আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের নেতৃত্বে অফিসারবৃন্দ এ অভিযানের নেতৃত্ব দেন।
পুলিশ জানায়, পৌর ৬নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের মাইজের বাড়ির মৃত আঃ রহিমের ছেলে মোঃ কাউছার আলম (২৫)কে ১০ পিচ ইয়াবা, বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাকির হোসেন (৩৫)কে ১শ’ ২০ পিচ ইয়াবা, একই ইউনিয়নের বাকিলা গ্রামের সর্দার বাড়ির মৃত শের আলীর ছেলে ইকবাল হোসেন গাজী (২৭)কে ২০ পিচ ইয়াবা ও পৌর এলাকার দক্ষিণ মকিমাবাদ গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী কাজলী বেগমকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
জানা যায়, মাদক ব্যবসায়ী জাকির ও ইকবাল দীর্ঘদিন ধরে বাকিলাসহ তৎসংলগ্ন এলাকায় দলগতভাবে ইয়াবা খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল। এর আগে সে বহুবার আটক হয়েছে। জেল থেকে বেরিয়ে সে আবারও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। অপরদিকে আটককৃত কাজলী ও কাউছার দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে ও গোপনে মাদক বিক্রি করে আসছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত