হাজীগঞ্জে ইভটিজিংয়ের শাসনে ক্ষিপ্ত হয়ে হামলা : একই পরিবারের ৭ জন জখম
হাজীগঞ্জে ইভটিজিং শাসনে ক্ষিপ্ত হয়ে একই পরিবারের মা, মেয়ে ও চাচীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটেরা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ২২ জুন শনিবার রাতে হাজীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ।
পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যার পরে ৫নং ওয়ার্ডের মাঝি বাড়ির প্রবাসী খোকনের মেয়ে অনু, আলী আক্কাসের মেয়ে রিমু ও হাজী আলী আরশাদের মেয়ে জান্নাত সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় গাজি বাড়ির হাবিব উল্যাহর ছেলে ইব্রাহিম ইভটিজিং করে। এ ঘটনায় ইব্রাহিমের চাচা ইভটিজিংয়ের কারণে ভাতিজা ইব্রাহিমকে শাসন করে। এতে ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে বন্ধু-বান্ধব নিয়ে মাঝি বাড়ির ঐ ছাত্রীদের পরিবারে হামলা চালায়। এ হামলায় খোকনের স্ত্রী শামসুন্নাহার (৩৫), মেয়ে অনু (১৭), আলী আক্কাসের স্ত্রী রাবেয়া বেগম (২৮), মেয়ে রিমু (১৩), হাজী আলী আরশাদের মেয়ে আমেনা খাতুন (২২) ও জান্নাত (১৫), আলী আক্কাসের মেয়ে সুমাইয়া শিমু (২৫) আহত হন। এদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
হামলার খবর পেয়ে রাতেই হাজীগঞ্জ থানার এসআই ফারুক আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান, এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের শামছুন্নাহার রোববার রাতে মামলা দায়ের করেছেন।