• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ধানুয়ায় প্রতিপক্ষের হামলায় ৩ ভাইসহ ২ নারী আহত ॥ বসতঘর ভাংচুর

প্রকাশ:  ১০ জুন ২০১৯, ১২:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ ভাইসহ ২ নারী আহত এবং দুটি বসতঘরে হামলায় ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৮ জুন শনিবার সকাল ১১টায় ধানুয়া সেকান্তর খান বাড়িতে এ হামলা, ভাংচুর এবং একই পরিবারের ৫ জনকে আহত করার ঘটনা ঘটে। আহতদের রক্তাক্ত ও জখম অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সিরাজ খান (৬৫) ও তার স্ত্রী সাজুদা বেগম, শহিদুল ইসলাম (৫২) ও তার স্ত্রী ফাতেমা বেগম এবং আমিন খান (৬০)। সম্পর্কে এরা সবাই ভাই ও ভাইদের স্ত্রী।
আহত বড় ভাই সিরাজ খান জানান, ছোট ভাই শহিদুল তার ঘরের সামনের জায়গায় পানি নামার জন্যে ও যাতায়াতের সুবিধার্থে পাকা করছিলো। প্রতিবেশী আনিছুর রহমান তাদের সম্পত্তি দাবি করে সেই কাজে বাধা দেয় এবং তার নেতৃত্বে আনিছ মিয়ার ভাই ও ভাতিজাসহ আরো অনেকে মিলে তাদের উপর অতর্কিত হামলা করে। তারা দেশীয় অস্ত্র নিয়ে মিরাজ, তুহিন, মেহেদী, বোরহান নাইমসহ অন্যরাসহ আমাদের তিন ভাইকে এবং আমার ও আমার ছোট ভাইয়ের স্ত্রীকে বেদম মারধর ও রক্তাক্ত জখম করে মারাত্মক আহত করে। এ ব্যাপারে তারা আইনের আশ্রয় নিবেন বলে জানান।

 

সর্বাধিক পঠিত