• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে গৃহবধূ সাথী হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ:  ২৮ মে ২০১৯, ১৪:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর গ্রামের গৃহবধূ সাথী আক্তার হত্যাকারীদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বামী আবদুল কাইয়ুম প্রধান। গত রোববার নিজ বাড়িতে স্বামী আবদুল কাইয়ুম প্রধান সংবাদ সম্মেলনে সাথী আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে হত্যার সাথে জড়িত প্রতিবেশী রাসেল, জোহরা, মাইন উদ্দিন, খাদিজা ও সাগরের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তিনি আরো বলেন, এ মামলার ৫ আসামীর মধ্যে ৩জন উচ্চ আদালত থেকে জামিনে এসে লোক মারফত মামলা প্রত্যাহার করার হুমকি দেয়। নতুবা আমাকে ও আমার পরিবারের লোকজনকে হত্যা করবে বলে হুমকি দেয়।  সংবাদ সম্মেলনে নিহতের পিতা মিজান সরকার, মা বুলবুলি বেগম, বোন রাবেয়া আক্তার, চাচা ইসমাঈল সরকারসহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭ মে সাদুল্য¬াপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবদুল কাইয়ুম প্রধানের স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে তাদের দাবি। প্রতিবেশি জোহরা বেগমদের সাথে তাদের পূর্ব শত্রুতা ছিল বলে দাবি করে নিহতের পরিবার। এ নিয়ে ১২ মে মতলব উত্তর থানায় ৫জনকে আসামী করে নিহতের পিতা মিজান সরকার বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় ৩ আসামী উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে। অন্য ২ আসামী এখনো পলাতক রয়েছে।