• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রমজানের পবিত্রতা নষ্ট ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে আটক ১

প্রকাশ:  ২৪ মে ২০১৯, ১২:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্মে অবস্থিত খলিফা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে দোকান মালিক দাদন খলিফাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্মে অভিযান চালানো হয়। তখন কোড়ালিয়া রোড এলাকার খলিফা বাড়ির দাদন খলিফার খলিফা হোটেলে অভিযান চালানো হয়। হোটেলে নোংরা পরিবেশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি কেনো করা হয় এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হয়। এছাড়া পুলিশ তাকে জিজ্ঞাসা করে এটি কোনো হিন্দু হোটেল কি-না। তখন দাদন খলিফা বলে এটি মুসলিম হোটেল। পবিত্র মাহে রমজানে একজন মুসলিম কীভাবে প্রকাশ্যে খাবার বিক্রি করে জিজ্ঞাসা করলে সে পুলিশকে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে জাহেদ পারভেজ চৌধুরীর নির্দেশে দাদন খলিফাকে আটক করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে আটক দাদন খলিফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে এই দাদন খলিফার হোটেলের বিরুদ্ধে মানুষের ব্যাপক অভিযোগ রয়েছে। পুরো রমজানে দিনের বেলা তার হোটেলে পুরোদমে খাবার বিক্রি তো করেই, তাছাড়া এ হোটেলে সবসময় কিছু ভাসমান পতিতা ও খদ্দেরের আড্ডা থাকে এবং মাদকাসক্ত ও মাদক বিক্রেতাদেরও আড্ডা থাকে।

 

সর্বাধিক পঠিত