• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবের মাদক ব্যবসায়ী আরিফকে জেল হাজতে প্রেরণ ॥ জনমনে স্বস্তি

প্রকাশ:  ২৩ মে ২০১৯, ০৯:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার মাদক ব্যবসায়ী ইয়াবা স¤্রাট আরিফ হোসেন (২৫) কে আটকের পর গতকাল ২২ মে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবালের নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম ও এএসআই সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার নবকলস গ্রাম থেকে তাকে আটক করে। আরিফের পিতার নাম নুরুল ইসলাম নুরু।
একাধিক পৌরবাসী জানায়, অবশেষে স্বস্তি ফিরে পেলো মতলব দক্ষিণ উপজেলার জনগণ। নবকলস গ্রামের ইয়াবা স¤্রাট আরিফ হোসেনের অত্যাচারে অতিষ্ঠ উপজেলাবাসী ও পৌরবাসী। আরিফের আটকের খবর শুনে নবকলস ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কেউ কেউ ইফতারের পর মিষ্টি বিতরণ করেছে। আরিফ দীর্ঘদিন যাবৎ উপজেলা ও পৌর শহরে একটি সংঘবদ্ধ চক্র নিয়ে মাদক ব্যবসা করে আসছিল।
নবকলস এলাকার একাধিক বাসিন্দা জানান, আরিফ হোসেন দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছিল। তার সাথে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। মতলব দক্ষিণ থানা পুলিশ এ এলাকায় নিয়মিত আসা-যাওয়া করলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী আরিফ হোসেন (২৫)কে ১৬৫পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। গত ২২ মে তাকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা মাদকমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।