• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে শশুর বাড়ি থেকে জামাইর লাশ উদ্ধার

প্রকাশ:  ১৭ মে ২০১৯, ১৪:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে জামাল উদ্দিন (৩২) নামে এক যুবকের শ^শুর বাড়িতে মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর পাঠিয়েছে।
জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার গুদামঘর এলাকার কিতাব উদ্দিনের ছেলে জামাল উদ্দিন আট বছর পূর্বে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ বেপারীর মেয়ে শিরিন আক্তারকে বিয়ে করেন। তাদের দুই পুত্র সন্তান রয়েছে। গত বুধবার সন্ধ্যায় জামাল উদ্দিন শ^শুর বাড়িতে আসলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রী শিরিনা বেগম বলেন, আমার স্বামী আমাদের বাড়িতে আসার পর ঘরে প্রবেশের পরই বুকে ব্যথা বলে চিৎকার করতে থাকেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় নানা গুঞ্জন শুরু হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করেছে। এ ব্যাপারে জামাল উদ্দিনের ভাই কামাল উদ্দিন ফরিদগঞ্জ থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

 

সর্বাধিক পঠিত