• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে অটোরিক্সা মালিক-শ্রমিকদের মাদকবিরোধী শপথ

প্রকাশ:  ১৪ মে ২০১৯, ১৩:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জে মাদক বিরোধী শপথ করলেন অটোরিক্সা মালিক ও শ্রমিকরা। গত রোববার দুপুরে থানা কমপ্লেক্স এলাকায় এ শপথবাক্য পাঠ করান থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন। একই সময় পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিএনজিচালিত অটোরিক্সার মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেন তিনি। সভায় যাত্রী সাধারণের নিরাপদ-নির্বিঘেœ ভ্রমণ এবং সিএনজিচালিত অটোরিক্সার মালিক শ্রমিকদের হয়রানিমুক্ত যানবাহন চলাচল ও ট্রাফিক আইন বিষয়ক সচেতনতার বিষয়ে বক্তব্য রাখেন ওসি আলমগীর হোসেন।
    ওসি আলমগীর হোসেন রনি মালিক-শ্রমিকদের বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে বলেন, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে। কোনো চালক লাইসেন্সবিহীন গাড়ি চালাতে পারবেন না। গাড়িতে সন্দেহজনক কোনো কিছু দৃষ্টিগোচর হলে থানায় অবহিত করতে হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। কোনো যাত্রী খারাপ ব্যবহার করলে অথবা আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিলে অবশ্যই থানায় অবহিত করতে হবে।
এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদসহ অন্যান্য কর্মকর্তা এবং সিএনজিচালিত অটোরিক্সা মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত