কচুয়ায় মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ
কচুয়া উপজেলার কাদলা ফাযিল মাদ্রাসা মাঠের চারপাশের বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছ উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়েই কেটে ফেললেন ওই মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি ইঞ্জিনিয়ার মজিবুর রহমান। সরজমিনে জানা যায়, গত ৬ মে কাদলা ফাযিল মাদ্রাসার ২৫টি নারকেল ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেন তিনি।
স্থানীয়রা জানান, মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি ও অধ্যক্ষ মিলে প্রভাব খাটিয়ে পরিবেশ নষ্ট করে অপরিপক্ক গাছগুলো কেটে ফেলে। যার মূল্য দেড় লাখ টাকা হবে বলে এলাকাবাসী জানান এবং তারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মজিবুর রহমান মুঠোফোনে জানান, মাদ্রাসার নতুন ভবন করার স্বার্থে এবং মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ার টেবিল তৈরি করার জন্যে গভর্নিংবডির সভার সিদ্ধান্ত মোতাবেক গাছগুলো কাটা হয়। তবে উপজেলা প্রশাসনের অনুমতি নেয়া হয়নি।
উপজেলা বন কর্মকর্তা মোঃ আমিরুল হাসান জানান, গাছ কাটতে হলে মাদ্রাসা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির অনুমতি নিতে হয়। কাদলা মাদ্রাসার গাছ কাটার ব্যাপারে আমাদের কাছে কেউ অনুমতির আবেদন করেনি।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন, আমি বিষয়টি শুনেছি। তদন্তপূর্বক এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।