• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রঘুনাথপুর বেড়িবাঁধের রাস্তার পাশে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ

প্রকাশ:  ১০ মে ২০১৯, ১২:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর ঢালীরঘাট এলাকার সিআইপি বেড়িবাঁধের রাস্তার পাশে জাকের পার্টির আস্তানার নামে অবৈধভাবে ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এটি নির্মাণ করছে স্থানীয় একটি চক্র। গত ক’দিন যাবৎ রঘুনাথপুর ঢালীরঘাট সংলগ্ন এলাকার সিআইপি বেড়িবাঁধের রাস্তার পাশে তড়িঘড়ি করে আরসিসি পিলারের মাধ্যমে ফাউন্ডেশন নিয়ে তৃতীয় তলা ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে ওই চক্র। এলাকাবাসী আরো জানায়, তৃতীয় তলা ভবন নির্মাণ করে নীচে জাকের পার্টির আস্তানা এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় মার্কেট নির্মাণ করা হবে।
গতকাল বৃহস্পতিবার সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রঘুনাথপুর ও ঢালীরঘাট এলাকার জাকের পার্টির মুরিদ মোবারক পাটোয়ারী, মনসুর পাটোয়ারী ও শাহজাহান পাটোয়ারীসহ ক’জন জাকের পার্টির আস্তানার নামে এখানে তৃতীয় তলা ভবনের কাজের প্রথম তলার ছাদ ঢালাই দিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে মোবারক পাটোয়ারী, শাহজাহান পাটওয়ারী ও মুনসুর পাটওয়ারীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তারা বলেন, সরকারি জায়গায় জাকের পার্টির মাদ্রাসা নির্মাণ করছি, তাতে সমস্যা কোথায়? যখন উচ্ছেদ করা হবে তখন দেখা যাবে। জাকের পার্টির জেলা নেতাদের সাথে কথা বলে এখানে মাদ্রাসার কাজ শুরু করা হয়েছে বলেও জানান তারা।

 

সর্বাধিক পঠিত