দীপিকা হত্যাকান্ড : আসামীদের ৩ দিনের রিমান্ড আবেদন
হাজীগঞ্জে গত ৩০ এপ্রিল রাতে স্বামীর বাড়িতে অগ্নিদগ্ধ হন গৃহবধূ দীপিকা আচার্য্য মনি (২৬)। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঘটনার তিনদিনের মাথায় ৩ মে সন্ধ্যায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দীপিকা মারা যান। দীপিকা হত্যা মামলায় আটককৃতদের ৩ দিনের রিমান্ড চেয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ মামলার অপর পলাতক আসামী দিপীকার জা দীপা আচার্য্যকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
দীপিকা হত্যা মামলায় আটককৃতরা হলো হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের মৃত রঞ্জিত আচার্য্যের ছোট ছেলে দীপিকার স্বামী বিপুল আচার্য্য (৩৫), ভাসুর স্বজন আচার্য্য (৪৫) ও শাশুড়ি সন্ধ্যা আচার্য্য (৬০)। মামলার বাদী দীপিকার ভাই অরবিন্দ আচার্য্য। তাদের বাড়ি নরসিংদীর মাধবদী এলাকায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান, আটককৃত ৩ আসামীর বিরুদ্ধে আদালতে ৩ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালতের কপি হাতে না পৌঁছার কারণে কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তা জানা সম্ভব হয়নি বলে জানান তিনি। অপর এক প্রশ্নে তিনি বলেন, দীপিকার জা ও উক্ত মামলার নামীয় আসামী দীপা আচার্য্য পলাতক রয়েছে। তবে তাকে আটকের জন্যে টিম কাজ করছে।