• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ১০ হাজার পিচ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রকাশ:  ০৪ মে ২০১৯, ১০:২১
স্টাফ রিপোর্টার ॥
প্রিন্ট

চাঁদপুর শহরে অভিযান চালিয়ে একটি হোটেল থেকে ১০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আবদুল মোতালেব (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে শহরের চৌধুরী ঘাট এলাকার তাজমহল আবাসিক হোটেলে অভিযান চালায় র‌্যাব-১১ কুমিল্লা। এসময় হোটেলের ২১৬ নং কক্ষ থেকে ইয়াবাসহ ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-১১ কুমিল্লা কার্যালয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক এসএসপি পূর্ণব। এই র‌্যাব কর্মকর্তা জানান, আটক রোহিঙ্গা যুবক আটকের পর নিজেকে গাড়ি চালক হিসেবে পরিচয় দিয়ে এই হোটেলে ওঠে । সে জব্দকৃত ইয়াবা বরিশাল নেয়ার উদ্দেশ্যে এই হোটেলে রাত্রী যাপন করে। মাদক প্রতিরোধে আবাসিক হোটেলগুলোতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
হোটেল ম্যানেজার রতন জানান,ওইদিন রাত দেড়টায় মোতালেব নামে এক বর্ডার হোটেলে এসে ড্রাইভার পরিচয় দিয়ে কক্ষটি ভাড়া নেয়।শুক্রবার ভোর পাঁচটায় র‌্যাব সদস্যরা খবর পেয়ে হোটেলে এসে আটক রোহিঙ্গার ছবি দেখায়।পরে ২১৬ নম্বর কক্ষটি তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা মোতালেবকে আটক করে নিয়ে যায়।
এদিকে,চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশিদ জানান,র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্রবসায়ি আটকের কবর শুনেছেন। তারা আটক ব্যক্তিকে নিয়ে কুমিল্লা চলে যায়।র‌্যাব তদন্ত করার পর আমাদের কাছে হস্তান্তর করার পর  চাঁদপুর মডেল থানায় এ ঘটনায় মামলা হবে।

সর্বাধিক পঠিত