• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলবে এক সন্তানের জননীর আত্মহত্যা

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০১৯, ০৮:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামে স্বামীর সাথে অভিমান করে ১ সন্তানের জননী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ২৮ এপ্রিল বিকেলে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ওইদিন বিকেল সোয়া ৫টায় বড়গাঁও গ্রামের মুন্সির বাড়ির শাহজাহান মুন্সির মেয়ে ঝর্ণা আক্তার (২৪) কীটনাশক খেলে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে এনে ভর্তি করায়। রাত অনুমান সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান।
গতকাল সকাল ১০টায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ফজলুর রহমান হাসপাতাল থেকে ঝর্ণার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। ঝর্ণার পিতা শাহজাহান মুন্সি জানান, ৫ বছর আগে একই ইউনিয়নের কাশেমপুর গ্রামের বকাউল বাড়ির বাচ্চু বকাউলের ছেলে ওমান প্রবাসী তাফাজ্জল হোসেন বকাউলের সাথে পারিবারিকভাবে ঝর্ণার বিবাহ হয়। তাদের সংসারে খাদিজা নামের ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তাফাজ্জল বিদেশে থাকার কারণে ঝর্ণা তার বাবার বাড়িতেই থাকত। ঘটনার দিন বিকেলে মোবাইলে প্রবাসী স্বামী তাফাজ্জলের সাথে ঝর্ণার বাগ্বিত-া হয়। এর এক পর্যায়ে ঝর্ণা ঘরে থাকা পোকা নিধনকারী কীটনাশক পান করে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।