চাঁদপুর মেঘনায় নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
চাঁদপুর হাইমচরে চরকোড়ালিয়া এলাকায় মেঘনায় জেলেদের হামলায় পানিতে ডুবে নিখোঁজ পুলিশ সদস্য মোশারফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৯টার বরিশাল জেলার হিজলা এলাকায় মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চাঁদপুর পুলিশ-মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রসঙ্গত: ২৬ এপ্রিল শুক্রবার রাতে মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতারের জন্যে হাইমচর থানা ৪ পুলিশ, ২ গ্রাম পুলিশ, ১ জন কমিউনিটি পুলিশ সদস্য ও নৌকার মাঝিসহ মেঘনার পশ্চিম পাড়ে চরকোড়ালিয়া এলাকায় রওনা করে। ওই সময়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় জাটকা নিধন করা সংঘবদ্ধ জেলেরা তাদের আটক করা হবে সন্দেহ করে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে ৫ রাউন্ড ফাঁকাগুলি করে। এক পর্যায়ের জেলেদের দেশীয় অস্ত্রের আঘাতে নদীতে পড়ে নিখোঁজ হয় পুলিশ সদস্য মোশারফ। পরে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ-পুলিশ নিখোঁজ পুলিশ সদস্যের খোঁজে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।