হাজীগঞ্জে মামলা প্রত্যাহার না করায় বাদীর উপর হামলা
হাজীগঞ্জে মামলা প্রত্যাহার না করায় বাদীর উপর হামলা করেছে বিবাদী ও তার দলবল। শুক্রবার রাতে হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও গ্রামের শামছুল আলম স্বপন বাহিনীর হামলার শিকার হয়েছেন একই গ্রামের বাদীপক্ষ আবদুল হামিদ ভূঁইয়া। জানা যায়, মামলা প্রত্যাহার না করায় রাতে পরিকল্পিতভাবে দেশগাঁও আমিন বাড়ির রাস্তার উপর এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত আবদুল হামিদ ভূঁইয়া হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার ছেলে ইকবাল হোসেন সুমন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে দেখা গেছে, বিবাদীরা হলেন শামছুল আলম স্বপন, অহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, নজরুল ইসলাম ও মোঃ দুলালসহ অজ্ঞাত ৪/৫ জন।
অভিযোগে উল্লেখ করা হয়, ওঁৎপেতে থাকা স্বপন বাহিনী আবদুল হামিদ ভূঁইয়ার উপর হামলা চালায়। হামলায় ডাক-চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে। পরে আবদুল হামিদকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এছাড়া অভিযোগে উঠে এসেছে, বিবাদীদের সাথে পূর্ব থেকে সম্পত্তিগত বিরোধ ও মনোমালিন্য চলে আসছে। তারা পুরো পরিবারের সদস্যদের ক্ষতি করার পাঁয়তারায় লিপ্ত। গত বছরের ৭ মার্চ বিবাদীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও লুটপাটের মামলা দায়ের করা হয়েছে। ওই মামলা প্রত্যাহার করার জন্যে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে তারা।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হামিদ ভূঁইয়া বলেন, স্বপন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি। তারা আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায়। আমরা সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।
বাদী ইকবাল হোসেন সুমন বলেন, বাবার উপর হামলার খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশের শরণাপন্ন হয়েছি। উপ-পরিদর্শক মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্স গিয়ে বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। হামলাকারীরা স্বপন বাহিনীর লোক।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুর রশিদ বলেন, অভিযোগ পেয়েছি। সেই আলোকে তদন্ত কাজ চলছে।