পুরাণবাজার পুলিশ ফাঁড়িতে মাদকের ক্রেতা ও বিক্রেতাদের অঙ্গীকার
আর কোনো দিন মাদক খাওয়া কিংবা বিক্রির সাথে জড়িত থাকবে না বলে ক্রেতা ও বিক্রেতারা পুলিশের কাছে অঙ্গীকার করেছেন। পুরাণবাজার পুলিশ ফাঁড়িতে ২০ এপ্রিল সকালে পুরাণবাজারস্থ বিভিন্ন এলাকার মাদকের সাথে জড়িতদের নিয়ে ভালো হওয়ার পরামর্শ প্রদানকালে তারা এ অঙ্গীকার করেন পুলিশের কাছে। এ সময় পুরাণবাজার ফাঁড়ির সাব ইন্সেপেক্টর জাহাঙ্গীর হোসেনের কাছে ক্রেতা- বিক্রেতারা অঙ্গীকার করেন, তারা আর এই খারাপ কাজের সাথে জড়িত থাকবেন না। তারা সবকিছু ছেড়ে দিয়েছেন এবং সকলেই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন।
অঙ্গীকারকালে মাদক ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পুরাণবাজার এলাকার বাচ্চু মিজি, হোমিও লিটন, সোহেল, রতন মাঝি, জসিম, আলমগীর শিকদার, বিল্লাল, ছোট মনসুর, রহিম, রুবেল ঢালী ও রোকেয়া বেগম। তারা এ প্রতিবেদককে জানান, এক সময় ভুল করে আমরা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছিলাম। প্রশাসন আমাদেরকে ভালো হওয়ার যে সুযোগ দিয়েছেন সেই মতে আমরা এই পথ ছেড়ে দিয়েছি। আমরা এখন থেকে নিয়মিত ভালো কাজ করবো। আমরা যে ভুল করেছি সেই ভুল যেনো কেউ আর না করে সে আহ্বান জানাচ্ছি।