• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বালিয়ায় গৃহকর্তাকে পিটিয়ে রক্তাক্ত জখম ॥ বসতঘর ভাংচুর অগ্নিসংযোগ

প্রকাশ:  ২০ এপ্রিল ২০১৯, ১৬:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হানিফ গাজীর কাছ থেকে চিহ্নিত দুর্বৃত্তরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও আড়াই শতাংশ ভিটা বাড়ির জায়গা দাবি করে। হানিফ গাজী তা দিতে অস্বীকার করায় এলাকার হারুন গাজীর নেতৃত্বে একদল দুবৃর্ত্ত হানিফ গাজীর বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। তারা হানিফ গাজী ও তার স্ত্রী রহিমা বেগমকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে। দুবৃর্ত্তরা যাওয়ার সময় তার বসতঘরে আগুন লাগিয়ে যায়। এ সময় হানিফ গাজীর ডাক চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। প্রতিবেশিরা পরে হানিফ গাজী ও তার স্ত্রীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ঘটনার বিবরণে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের গাজী বাড়ির হানিফ গাজীর সাথে একই এলাকার মৃত রহিম গাজীর ছেলে হারুন গাজী, নুরু গাজীর ছেলে রাসেল গাজী, আমিন গাজী, হাফিজ উল্লাহ্ গাজী ও হারুন গাজীর ছেলে কিরণ গাজীর  জমি সংক্রান্ত মামলা চাঁদপুর আদালতে চলমান রয়েছে। যার মামলা নং জিআর-৭০৭/১৮। এ মামলায় হারুন গাজী ও তার সাথের অন্য বিবাদীদের আদালতে মামলা পরিচালনায় ক্ষয়ক্ষতি বাবদ গত ৯ এপ্রিল হারুন গাজী ও তার সাথে থাকা একদল দুর্বৃত্ত হানিফ গাজীর কাছে ৫০ হাজার চাঁদা দাবি করে। নতুবা তার পুরাণ বাড়িতে থাকা স্ত্রীর নামের আড়াই শতাংশ ভিটি জমি লিখে দেয়ার দাবি করে বলে হানিফ গাজী জানান। তিনি টাকা ও জমি না দেয়ায় হারুন গাজী, রাসেল গাজী, আমিন গাজী, হাফিজ উল্লাহ্ গাজী ও কিরণ গাজীসহ ৭/৮জন দুর্বৃত্তকে সাথে নিয়ে গত ১১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৭টায় হানিফ গাজীর বসতঘরে গিয়ে চাঁদা দাবি ও জমি দাবি করে। তখন ভয়ে হানিফ গাজী ও তার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসে থাকে। এতে করে হারুন গাজীসহ অন্য দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে হানিফ গাজী ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। হামলায় তাদের মাথা, কানে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এতেও তারা ক্ষান্ত না হয়ে ঘরের দরজা জানালা ও আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। দুর্বৃত্তরা যাওয়ার সময় ঘরে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়।  

 

 

সর্বাধিক পঠিত