• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর শহরে ইভটিজিংয়ের অপরাধে ২ জনকে অর্থদন্ড

প্রকাশ:  ১২ এপ্রিল ২০১৯, ১১:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরে মেয়ে শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অপরাধে ২ বখাটে যুবককে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শহরস্থ হাজী মহসিন রোডের পুরাতন আদালত পাড়া  এলাকায় এ অর্থদ- দেয়া হয়।
চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন জানান, শহরস্থ মিশন রোড এলাকার বাসিন্দা, কলেজ শিক্ষার্থী এক মেয়ে এ পথ দিয়ে যাবার সময় এলাকার ওয়ালিদ (২১) এবং দক্ষিণ পশ্চিম মৈশাদীর জাকারিয়া পাটওয়ারী (১৯) তাকে পথ আগলে রাখে। এ সময় ওই বখাটেরা মেয়ে শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য করে ইভটিজিং করতে থাকে। এ দৃশ্য দেখে স্থানীয়রা ওই যুবকদের আটকে রেখে থানায় খবর দিলে তাৎক্ষণিক ওসি স্যারের নির্দেশে ওখানে হাজির হই। আর ওই বখাটেদের আটক করি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ইমাম হোসেন এসে ভ্রাম্যমাণ আদালতে বখাটে যুবকদের ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদ- করেছেন। তবে ওই বখাটেদের অভিভাবকদের মুচলেকা রেখে পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, কতিপয় ছেলে সকাল-বিকেল ছায়াবাণী মোড়, কলেজ গেট, অঙ্গীকার পাদদেশসহ শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে স্কুল ও কলেজ শিক্ষার্থী মেয়েদের বিভিন্নভাবে ইভটিজিং করে থাকে। তাদেরকে এভাবে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হলে এ ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে। এ ঘটনায় পদক্ষেপ নেয়ায় পুলিশসহ জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানায় এলাকাবাসী।