• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ন্যায়বিচার ও নিরাপত্তা প্রদানের দাবি

কচুয়ায় সংখ্যালঘু পরিবারের পুকুর দখলের অভিযোগ

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০১৯, ১২:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়ায় সংখ্যালঘু পবিারের লোকজনের পুকুর জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বেদপুর মজুমদার বাড়ির সুবাস মজুমদার গং বাদী হয়ে উক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, সুবাস মজুমদার গং পার্শ্ববর্তী গ্রামের বাবুল মিয়ার নিকট তাদের যৌথ মালিকানাধীন ৬৬ শতাংশের একটি পুকুর ২ বছরের জন্যে মৌখিক চুক্তিতে মাছ চাষ করতে দেন বাৎসরিক  হিসেবে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বাবুল মালিক পক্ষের সাথে যোগাযোগ না করে বুরগী গ্রামের আবুল কাশেমের সাথে আঁতাত করে পুকুরটি হাত বদল করে নেয়। মালিকপক্ষ বিষয়টি টের পেয়ে বাবুলের সাথে যোগাযোগের চেষ্টা করলে বাবুল টালবাহানা শুরু করে। দীর্ঘদিন ধরে বাবুলের সাথে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়ির যাতায়াতের রাস্তা মেরামতের জন্যে মালিকপক্ষ তাদের পুকুর থেকে মাটি উত্তোলন করে। এ সময় কাশেম গং মাটি উত্তোলনে বাধা প্রদান করে এবং মাটি উত্তোলনের ভেকু তুলে দেয়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাই বলেন, বাবুল ও কাশেম কর্তৃক সুবাস মজুমদার গংয়ের পুকুর জোরপূর্বক দখলের চেষ্টার একটি অভিযোগ পেয়েছি এবং উভয় পক্ষকে ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার জন্যে নোটিস প্রদান করি। সুবাস গং ওইদিন যথাসময়ে উপস্থিত হলেও বিবাদী বাবুল ও কাশেম হাজির হননি। এদিকে বিবাদীরা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় সুবাস গংয়ের ওপর আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা বাদী পক্ষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। এমতাবস্থায় ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের লোকজন তাদের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।

 

সর্বাধিক পঠিত