মতলব দক্ষিণে ৫ হাজার মিটার জাল ও ৮০ কেজি জাটকা জব্দ
মতলব দক্ষিণে মৎস্য অফিসের উদ্যোগে বরদিয়া এলাকার ধনাগোদা নদী সংলগ্ন খালে গতকাল ৩১ মার্চ অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি জাটকা আটক করা হয়েছে। এ সময় জেলেদের একটি নৌকা পুড়িয়ে ফেলা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি জাটকা আটক করা হয় এবং জেলেদের ব্যবহৃত একটি নৌকা পুড়িয়ে ফেলা হয়। জেলেরা ইঞ্জিনচালিত নৌকা দিয়ে আমাদের উপর অতর্কিতভাবে ইট, পাথরের টুকরা ও বাঁশের লাঠি নিয়ে আক্রমণ করে।
অভিযানকালে সঙ্গে ছিলেন মতলব পৌরসভার কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুলসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় লোকজন। পরে উদ্ধারকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।