• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ জরিমানা ও সতর্কবার্তা

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১০:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গত বুধবার হাজীগঞ্জ বাজারের এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী। আদালত মোট ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানাসহ বেশ কজনকে তাদের কাজ সম্পর্কে ধারণা দিয়ে সতর্ক করে দেন।
    আদালতসূত্রে জানা যায়, মোটরযান আইনে বোগদাদ বাস, সিএনজি স্কুটার, ট্রলিসহ বিভিন্ন যানবাহনে; ভোক্তা অধিকার আইনে ফুটপাত দখলে করে হোটেল ব্যবসা, তরকারি, জামা-কাপড় বিক্রি, খোলা পরিবেশে গ্যাস সিলিন্ডার সাজিয়ে রেখে বিক্রির দায়ে অভিযুক্তদেরকে আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এ সময় আদালত অপ্রাপ্তবয়স্ক চালক ও গণউপদ্রব সৃষ্টির দায়ে বেশ কজন চালককে সতর্ক করে দেন। আদালত এ সময় সিএনজি স্কুটার, খাবার হোটেল, ভোক্তা অধিকারসহ মোটনযান আইনে সর্বমোট ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের উপ-পরিদর্শক মোঃ সেলিম, টিআই মামুনুর রশিদ তালুকদার, সার্জেন্ট রফিকুল ইসলাম প্রমুখ।
    উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, আমাদের এই আদালত চলমান থাকবে।